বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত হেনেছে ভারত : খেলাফত মজলিস

2024-12-23 17:09:46

সার্বভৌমত্বের ওপর আঘাত

খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী বলেছেন, আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে উগ্রবাদীদের হামলার সুযোগ করে দিয়ে ভারত ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করেছে। সহকারী হাইমিশনে হামলার মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত হেনেছে ভারত।

একইসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের সহকারী হাইকমিশনে এ হামলার জন্য ভারতকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। হামলার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় বাংলাদেশের জনগণ এর দাঁত ভাঙ্গা জবাব দিবে।