আবহওয়ার নতুন পূর্বাভাস মডেল আনছে গুগল

2024-12-23 16:33:37

আবহওয়ার শক্তিশালী পূর্বাভাস মডেল তৈরিতে কাজ করছে গুগল। গুগল জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের নতুন এ মডেল বিভিন্ন আবহাওয়ার পূর্বাভাসব্যবস্থার চেয়ে বেশি কার্যকর। গুগলের ডিপমাইন্ড দল চলতি সপ্তাহে আবহাওয়ার পূর্বাভাসের জন্য একটি পূর্ণাঙ্গ এআই মডেল উন্মোচন করেছে। নতুন এই মডেলের নাম রাখা হয়েছে জেনকাস্ট।