রাজধানীতে ‘উসকানিমূলক’ পোস্টার–প্ল্যাকার্ডসহ ১০ জন গ্রেপ্তার

sanzidul
2024-12-23 17:07:31

রাজধানীতে উসকানিমূলক পোস্টার, ছবিসহ প্ল্যাকার্ড ও নগদ অর্থসহ ১০ জনকে গ্রেপ্তারের করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
প্ল্যাকার্ডসহ ১০ জন গ্রেপ্তার

শনিবার রাতে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেখানে তিনি দলের নেতা-কর্মীদের যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্টের ছবি ও দেশটির পতাকা ব্যবহার করে অবৈধ মিছিল–সমাবেশের মাধ্যমে সেই ছবি ও প্ল্যাকার্ড ঢাল হিসেবে ব্যবহার করার নির্দেশ দেন। এগুলো ভাঙচুর ও অবমাননার ফুটেজ সংগ্রহের নির্দেশনাও দেন তিনি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলাদেশের সঙ্গে বন্ধুপ্রতীম রাষ্ট্র যুক্তরাষ্ট্রের সুসম্পর্ক বিনষ্টের অপচেষ্টার অংশ হিসেবে গ্রেপ্তার ব্যক্তিরা এই অপতৎপরতার পরিকল্পনা করেছেন। এসব অপকর্মের উসকানিদাতা, অর্থ যোগানদাতা ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তবে গ্রেপ্তার ব্যক্তিদে নাম-পরিচয় উল্লেখ করেনি পুলিশ।