৯ পৌষ, ১৪৩১ - ২৩ ডিসেম্বর, ২০২৪ - 23 December, 2024

মাঠেই লুটিয়ে পড়ার পর হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন ফুটবলার

sanzidul
3 weeks ago
41

news-picture
মাঠেই লুটিয়ে পড়েন বোভ
খেলতে খেলতে মাঠেই লুটিয়ে পড়েন এদোয়ার্দো বোভ

ইতালিয়ান সিরি ‘আ’তে গতকাল রাতে ফিওরেন্তিনা ও ইন্টার মিলান ম্যাচে দেখা গেছে হৃদয়বিদারক এক ঘটনা। ম্যাচের ১৬ মিনিটে হঠাৎ মাঠে লুটিয়ে পড়েন ফিওরেন্তিনার তরুণ মিডফিল্ডার এদোয়ার্দো বোভ। ২২ বছর বয়সী এই ফুটবলার মাঠে লুটিয়ে পড়ার পরপরই বন্ধ হয়ে যায় খেলা এবং তাঁকে নিয়ে যাওয়া হয় ফ্লোরেন্সের কারেজ্জি হাসপাতালে। বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে নিবিড় পরিচর্যায় (আইসিইউ) আছেন বোভ

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, খেলার মাঝেই মাঠে এক হাঁটু গেড়ে বসে আছেন বোভ। কয়েক সেকেন্ড পর উঠে দাঁড়িয়ে চেষ্টা করেন হেঁটে সামনে যাওয়ার।

সর্বশেষ

জনপ্রিয়