৯ পৌষ, ১৪৩১ - ২৩ ডিসেম্বর, ২০২৪ - 23 December, 2024

৭১৮ কোটিতে ‘রোনালদোর উত্তরসূরি’ হওয়ার খুশিতে ভাঙলেন কোয়ারেন্টিন

Sanzidul Islam
3 weeks ago
20

news-picture
Picture Nahid Hassan
‘রোনালদোর উত্তরসূরি’

পাঁচ দিন আগেই কালিয়ারির বিপক্ষে লিগ ম্যাচ খেলতে নেমেছিল ফিওরেন্তিনা। সে ম্যাচের মূল একাদশ তো বটেই, বেঞ্চেও ছিলেন না দলের সবচেয়ে বড় তারকা দুসান ভ্লাহোভিচ।


কোথায় ভ্লাহোভিচ? খোঁজ খোঁজ রব পড়ে গেল চারদিকে। জানা গেল, করোনায় আক্রান্ত হয়েছেন ২২ বছর বয়সী সার্বিয়ান স্ট্রাইকার, যাঁর জন্য টাকার থলি নিয়ে অপেক্ষা করছে জুভেন্টাস-আর্সেনালের মতো একাধিক ক্লাব। ভ্লাহোভিচের জায়গায় সেদিন খেলেছিলেন পোলিশ স্ট্রাইকার ক্রিস্তফ পিওন্তেক।

করোনায় আক্রান্ত হলে কোয়ারেন্টিন পালন করতে হয়, এটাই নিয়ম। কিন্তু সবার চেয়ে আলাদা হয়ে থাকবেন কি, উল্টো কয়েক দিন পরেই ভ্লাহোভিচকে দেখা গেল সশরীরে ক্লাব বদল করতে!


গতকাল ফিওরেন্তিনা থেকে ৭ কোটি ৫০ লাখ ইউরোতে জুভেন্টাসে যোগ দিয়েছেন ভ্লাহোভিচ। বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা ৭১৮ কোটি টাকারও বেশি! এই মৌসুমের শুরুতে ক্রিস্টিয়ানো রোনালদো জুভেন্টাস ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরার পর একজন স্ট্রাইকার দরকার ছিল জুভেন্টাসের, ভ্লাহোভিচকেই রোনালদোর উত্তরসূরি হিসেবে পছন্দ হয়েছে তুরিনের ক্লাবটির।

তা দলবদলের পর হাসিমুখে জুভেন্টাসের জার্সি ধরে পোজ দিয়েছেন ভ্লাহোভিচ। ছবি তুলেছেন, স্বাস্থ্য পরীক্ষায় অংশ নিয়েছেন। জুভেন্টাসের কর্তাব্যক্তি আলিঙ্গনেও জড়িয়েছেন। করোনায় আক্রান্ত ভ্লাহোভিচের এসব কীর্তি মোটেও ভালো চোখে দেখেনি ফ্লোরেন্সের স্বাস্থ্য কর্তৃপক্ষ।


এমনিতেই নিজেদের শহরের ক্লাব থেকে কেউ জুভেন্টাসে যোগ দিলে ব্যাপারটা ভালো চোখে দেখেন না ফ্লোরেন্সের মানুষ; সেই কিংবদন্তি স্ট্রাইকার রবার্তো বাজ্জিওর আমল থেকেই এমন হয়ে আসছে। বাজিওর পর একে একে ফেদেরিকো কিয়েসা, ফেদেরিকো বের্নার্দেসকি, নেতোর মতো একাধিক তারকা ফিওরেন্তিনার মানুষকে অসন্তুষ্ট করে সরাসরি যোগ দিয়েছেন জুভেন্টাসে। সে তালিকায় সর্বশেষ নাম ভ্লাহোভিচ। তার ওপর মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে যুক্ত হয়েছে সার্বিয়ান তারকার কোয়ারেন্টিন ভাঙার এই কাহিনি। ফ্লোরেন্সের স্বাস্থ্য বিভাগ ছেড়ে কথা কইবে কেন?

সর্বশেষ

জনপ্রিয়