দেশজুড়েই বগুড়ার মরিচ উৎপাদনে সুনাম রয়েছে। সারিয়াকান্দির যমুনার চরাঞ্চল এই মরিচ চাষে উপযোগী। চরাঞ্চলের অন্যতম অর্থকরী ফসল হয়ে দাঁড়িয়েছে মরিচ। যমুনার দুর্গম টেংরাকুড়া চরাঞ্চলে মরিচ চাষের কয়েকটি ছবি নিয়ে এই গল্প।
বগুড়ার মরিচ বগুড়ার মরিচ বগুড়ার মরিচ বগুড়ার মরিচ