বিশ্বে মাত্র দুজন নেতা আছেন বলে জানিয়েছেন এরদোয়ান, কারা তাঁরা
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, বর্তমানে বিশ্বে মাত্র দুজন নেতা আছেন। তাঁদের একজন হচ্ছেন তিনি নিজে এবং অন্যজন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
এরদোয়ান বলেছেন, ‘বর্তমানে বিশ্বে অভিজ্ঞ নেতা আছে মাত্র দুজন। তাঁদের একজন হচ্ছি আমি নিজে এবং অন্যজন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আমি এটি এ জন্য বলছি না যে আমি নিজে একজন। বরং এ জন্যই বলছি, পুতিন যত দিন ক্ষমতায় আছেন, আমিও প্রায় তত দিন, ২২ বছর ধরে ক্ষমতায় আছি। অন্যরা চলে গেছেন।