৯ পৌষ, ১৪৩১ - ২৩ ডিসেম্বর, ২০২৪ - 23 December, 2024

বিশ্বে মাত্র দুজন নেতা আছেন বলে জানিয়েছেন এরদোয়ান, কারা তাঁরা

2 weeks ago
25

news-picture

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, বর্তমানে বিশ্বে মাত্র দুজন নেতা আছেন। তাঁদের একজন হচ্ছেন তিনি নিজে এবং অন্যজন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এরদোয়ান বলেছেন, ‘বর্তমানে বিশ্বে অভিজ্ঞ নেতা আছে মাত্র দুজন। তাঁদের একজন হচ্ছি আমি নিজে এবং অন্যজন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আমি এটি এ জন্য বলছি না যে আমি নিজে একজন। বরং এ জন্যই বলছি, পুতিন যত দিন ক্ষমতায় আছেন, আমিও প্রায় তত দিন, ২২ বছর ধরে ক্ষমতায় আছি। অন্যরা চলে গেছেন।’

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ‘আমরা চাই আমাদের মধ্যে সংলাপ অব্যাহত থাকুক। রাজনীতিতে সংলাপ অব্যাহত রাখা খুবই গুরুত্বপূর্ণ। যেমন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের পদত্যাগের পর জার্মানিতে রাজনীতিও শেষ হয়ে গেছে।’

এরদোয়ান আরও বলেছেন, জার্মানির সাবেক চ্যান্সেলর গারহার্ড শ্রোয়েডরকে তিনি খুব সম্মান করতেন।

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের প্রতিও শ্রোয়েডরের সম্মানবোধ ছিল ভিন্ন রকমের এবং সত্যিই তিনি ছিলেন খুব ভালো একজন নেতা। যেমন রমজান মাসে (অর্থাৎ পবিত্র রমজান মাসে ইফতারের সময়) তিনি আমাদের ইফতারির টেবিলে বসে কখনো বিয়ার পান করতেন না। তিনি মুসলিমদের প্রতি খুব সম্মান দেখাতেন।’

তুরস্কের নেতা বলেন, ‘শ্রোয়েডরের সঙ্গে এখনো আমাদের সংলাপ আব্যাহত আছে এবং তিনি মাঝেমধ্যে তুরস্ক সফরে এলে তাঁর সঙ্গে আমাদের সংলাপ বা আলাপ-আলোচনা হয়।’

সর্বশেষ

জনপ্রিয়